গুরু মহাশয়
.jpg)
সুরঞ্জনার সাথে কোন একদিন
মোঃ আরিফ হোসেন
অনেক দিন আগের কথা, সুরঞ্জনা ছিল আমার, আমি ছিলাম তার।অথচ আজ সুরঞ্জনা নেই। তাহলে আমি কি বলব সুরঞ্জনা মরে গেছে? না সুরঞ্জনা মরতে পারেনা, সুরঞ্জনা বেঁচে আছে ঐ ধান ক্ষেতের ধারে।
সুরঞ্জনা যদি মরেই যাবে তাহলে সেদিন কেন হেসেছিল যেদিন আকাশে কোন তারা ছিলনা?
সুরঞ্জনা মরেনি সুরঞ্জনা বেঁচে আছে এই আমার এই হৃদয়ে।
"হে আমার সুরঞ্জনা তুমি মোরোনা, তুমি মরলে আমি আমি বাঁচব কি করে? " সুরঞ্জনা কি বলেছিল জানেন? " তুমি যদি মরে যাও আমি বাঁচব কি করে! " সেই সুরঞ্জনা কি মরতে পারে? না কখনও না, কস্মিনকালেও না।
হে আমার সুরঞ্জনা তুমি মোরোনা, তুমি মরলে আমি বাঁচব কি করে -এই কথাই যেন থাকে, এই কথাই যেন অটুট থাকে চিরতরে।
এ কথা কি অটুট থাকবে? অটুট যে থাকতে হয়, সুরঞ্জনা যে শুধু আমার, আমার শুধু!
হে আমার সুরঞ্জনা তুমি মোরোনা, তুমি মরলে আমি বাঁচব কি করে? এ' কথা কি অটুট আছে? আছে আমার এই হৃদয়ে, তাইতো সুরঞ্জনা' দেখা যায় ঐ যে ঐ নীল আকাশের পাড়ে।
হে আমার সুরঞ্জনা তুমি মোরোনা, তুমি মরলে আমি আমি বাঁচব কি করে!
সুরঞ্জনা তুমি বেঁচে আছ, বেঁচে আছ আমার এই হৃদয়ে, তাইতো তোমা' দেখা যায় ঐ যে ঐ নীল আকাশের পাড়ে।
সুরঞ্জনা কি শুনতে পাচ্ছে? অবশ্যই শুনতে পাচ্ছে, তানাহলে ঐ যে ঐ নীল আকাশের পাড়ে কিভাবে সে দাঁড়িয়ে আছে ।
সুরঞ্জনা যতদিন বেঁচে আছে আমিও ততদিন বেঁচে থাকব কারন সুরঞ্জনার সাথে আমার আয়ু জড়িত, সুরঞ্জনার সাথে আমায় আয়ু কঠিন সুতার তারে জড়িত।
সুরঞ্জনা খায় না ঘুমায়? সুরঞ্জনা কিছুই করেনা তারপরও তাকে আমি ভালবাসি, ভালবাসব চিরকাল।
হে আমার সুরঞ্জনা তুমি ঘুমা'য়োনা, তুমি ঘুমা'লে আমি কথা বলব কার সাথে!
সুরঞ্জনা সুরঞ্জনা ঘুমা'য়োনা আর
ঘুমাও যদি তুমি কভু পাপ হবে আমার!
আপনার মন্তব্য আমার অনুপ্রেরণা
ReplyDelete